শনিবার , ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১২ই শাবান, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে পথ শিশুদের মাঝে খাবার বিতরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ৫ জুলাই, ২০২১

করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত সাত দিনের লকডাউন চলায় নওগাঁর আত্রাইয়ে অসহায়‌ ছিন্নমূল ও পথশিশুরা অনাহারে দিন কাটাচ্ছে। এ সকল অসহায় দরিদ্র ছিন্নমূল‌ ও পথশিশু বিদ্যানিকেতন বাচ্চাদের পাশে দাঁড়াতে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আমিনুল হকের ব্যক্তিগত উদ্যোগে আত্রাই রেলস্টেশনে আজ সোমবার দুপুরে ১০০ জন অসহায় দরিদ্র ছিন্নমূল‌ ও পথশিশু বিদ্যানিকেতন বাচ্চাদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

বিতরণকালে আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আমিনুল হক বলেন, এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন এর কারণে এসব অসহায় ছিন্নমূল ও পথশিশুরা ঠিকমতো তিনবেলা খাবার জোগাতে পারছে না। তাই আমি তাদের কথা চিন্তা করে তাদের জন্য এই দুপুরের খাবার আয়োজন করেছি। তবে সমাজের বিত্তবান মানুষগুলো এ সকল ছিন্নমূল অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়, তাহলে তারা হয়তো এই মহামারী করোনা সময়ও তিন বেলা খাবার খেয়ে বেঁচে থাকতে পারবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক, মোঃ আমিনুল হক, আনসার ও ভিডিপি প্রশিক্ষকা নিরুপমা সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাদী মসনদ স্বরুপ, সহ-সভাপতি মোঃ রুবেল সরদার, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ ফারুক বাচ্চু সহ আরও অনেক উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।