সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ১২ সদস্যরা।রবিবার(৪ জুলাই) বিকাল ৫.১০ ঘটিকায় সময় ও সন্ধা ৬.২০ ঘটিকার সময় র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন হাওড়া গ্রামের জনৈক হাবিবুর রহমানের বাড়ীর ২০ গজ উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১১০(একশত দশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ তৈয়ব আলী(৪৭), পিতা-মৃত রিয়াজ আলী সরকার, গ্রাম হাওড়া, থানা উল্লাপাড়া। অপর গ্রেফতারকৃত আসামী মোঃ জাহিদুল ইসলাম জাহিদ(২৬) এর নিকট ১৫ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম জাহিদের পিতা-মোঃ আবু বক্কার সরকার, গ্রাম ধোপাকান্দি পশ্চিমপাড়া, থানা-সলঙ্গা, জেলা-সিরাজগঞ্জ।
#চলনবিলের আলো / আপন