নাটোরের বড়াইগ্রামের তিরাইল এলাকায় রুবেল হোসেন নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে ওই এলাকার বড়াল নদী থেকে মরদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
পরিবার ও স্থানীয়রা জানায়, আজ রবিবার সকাল ৭টার দিকে মাঠে কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায় রুবেল। বেলা ১১ টার দিকে স্থানীয় লোকজন বড়াল নদীতে বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করলে পরিবার ও এলাকাবাসী মরদেহটি সনাক্ত করে।
নিহত রুবেল বড়াইগ্রাম উপজেলার তিরাইল গ্রামের হানিফ আলীর ছেলে। এই বিষয়ে সংশ্লিষ্ট বড়াইগ্রাম থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, হত্যাকান্ডের কোন কারণ জানা যায়নি। তদন্ত করে এর কারণ ও অভিযুক্তদের খুজে বের করে আইনের আওতায় আনা হবে।
#চলনবিলের আলো / আপন