১ জুলাই সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন RAB-14 জামালপুর, ও মেলান্দহ থানা পুলিশ সদস্যদের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিতে দেখা যায়। এ সময় পুলিশ চেকপোষ্ট বসিয়ে ছোট ছোট যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ করেন। কেউ রাস্তায় অযথা বের হলেই নানা জবাবদিহির আওতায় আনা হয় পথচারীদের ও মাক্স পরিধান সহ সকল কর্মকান্ড চোখে পড়ার মত।
পাশাপাশি সরকারের বিধিনিষেধ কার্যকর করতে প্রশাসনের পাশাপাশি , উপজেলা আওয়ামী নেতৃবৃন্দ হাজরাবাড়ী, ফুলকোচা ইউপি চেয়ারম্যান মমিনুল ইসলাম বাবু, হাফিজুর রহমান আনন্দ, ওয়াজেদ আলী সহযোগিতা করতে মাঠে নামেন। তারা সাধারণ মানুষকে কারণ ছাড়া ঘর হতে বের না হতে নিরুৎসাহিত করেন।
লকডাউনের প্রথম দিনে শহরে কিছু সংখ্যক রিকশা, অটোরিকশা ছাড়া বড় ধরনের কোন যান চলাচল করতে দেখা যায় নি। তবে বিভিন্ন কারণ দেখিয়ে লোকজন ঘর থেকে বের হলেও প্রশাসনের সামনে উপযুক্ত কারণ দশাতে হয়েছে পথচারীদের।
#চলনবিলের আলো / আপন