শনিবার , ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১২ই শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে লকডাউনের দ্বিতীয় দিনে পৃথক ২ টি মোবাইল কোর্টে ১৭ টি মামলায় ৭ হাজার ৮৫০ টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২ জুলাই, ২০২১
নওগাঁর সাপাহারে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে পৃথক ২ টি মোবাইল কোর্টে ১৭ টি মামলায় ৭ হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার বিকলে বিজিবি কে সাথে নিয়ে খঞ্জনপুর, জবই, চৌমহনী, কড়মুডাংগা, ও দীঘির হাট বাজার এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে স্বাস্থ্যবিধি ও বিধি-নিষেধ অমান্য করার দায়ে ৬ টি মামলায় ১ হাজার ৬৫০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন। এ সময় কর্মহীন ও অসচ্ছল কয়েকটি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
অপরদিকে ওই দিন সকাল থেকে দুপুর অব্দি উপজেলা সদরের বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি ও বিধি-নিষেধ অমান্য করার দায়ে মোবাইল কোর্টে ১১ ব্যাক্তি/প্রতিষ্ঠানকে ৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে এদন্ডাদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।