ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ২১নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০২০-২১ অর্থ বছর এলজিএসপি-৩ এর আওতায় স্বাস্থ্যবিধি মেনে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ঔষধ বিতরণ করা হয়েছে। ৩০ জুন (বুধবার)দুপুরে ঢোলারহাট ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঔষধ বিতরণ করেন ঠাকুরগাঁও সদর উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা খালেদা ফাওমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢোলারহাট ইউনিয়ন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সাইফুল ইসলাম, ২১নং ঢোলারহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অজিত কুমার রায়, সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমুখ।
#চলনবিলের আলো / আপন