টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা নইমুদ্দিন রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে সোমবার (২৮ জুন) বিকালে পাঁচ টায় নিজ গ্রামে । বীরমুক্তিযোদ্ধা নইমুদ্দিন বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন।
তাঁর মৃত্যুতে শোক সন্তষ্ট পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন।
নিহতের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মাসরুব। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল করিম, পাকুটিয়া ইউনিয়নের (ভারপ্রাপ্ত) কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. আয়নাল হক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী জিন্নাহ, বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন। এ সময় এলাকার বীরমুক্তিযোদ্ধা ও বীরমুক্তিযোদ্ধার সন্তান এবং গন্যমান্য ব্যক্তিবর্গসহ নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মরহুম ২ ছেলে ও স্ত্রী সহ অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
#চলনবিলের আলো / আপন