ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাস মোকাবেলায় পৌরসভার প্যানেল মেয়র-২ সুদাম সরকার জেলা প্রশাসককে অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি এ সিলিন্ডার জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের হাতে তুলে দেন।
সুদাম সরকারের ব্যক্তিগত উদ্যোগে ৮টি অক্সিজেন সিলিন্ডার প্রদানকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রামকৃষ্ণ বর্মন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, প্যানেল মেয়র-১ আব্দুল কাইয়ুম চৌধুরী, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, পৌর সচিব রাশেদুর রহমান, কাউন্সিলর নজরুল ইসলাম, দ্রৌপদী দেবী আগারওয়ালা, নাজিরা আক্তার স্বপ্না, আতাউর রহমান, জাহাঙ্গীর হোসেন, পারুল বেগম, রুনা লায়লাসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান উল্লেখিত অক্সিজেন সিলিন্ডার গ্রহন করে সুদাম সরকারকে ধন্যবাদ জানান। পরবর্তিতে জেলা প্রশাসক স্বাস্থ্য বিভাগকে সিলিন্ডারগুলি হস্তান্তর করবেন বলে জানান। এর আগে জেলা প্রশাসকের সভাকক্ষে নবাগত জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান পৌরসভার মেয়র, কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন।
#চলনবিলের আলো / আপন