উন্নয়নের অগ্রযাত্রা আটঘরিয়া পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত ও সাধারন বাজেট অনুষ্ঠান গতকাল সোমবার পৌর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আটঘরিয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম রতন ২০২১-২০২২ অর্থ বছরের প্রায় ২৮ কোটি টাকার বাজেট ঘোষনা করেন।
আটঘরিয়া পৌর পরিষদ ও কর্মকর্তা/কর্মচারীবৃন্দ এর আয়োজনে ২০২১-২০২২ অর্থ বছরের রাজস্ব সম্ভাব্য আয় ২ কোটি ৪০ লাখ ৪৪ হাজার ৫৯৯ টাকা, ২০২১-২০২২ অর্থ বছরের রাজস্ব সম্ভাব্য ব্যয় ২ কোটি ২৮ লাখ ২৬ হাজার টাকা, ২০২১-২০২২ অর্থ বছরের সম্ভাব্য রাজস্ব উদ্বৃত্ত ১২ লাখ ১৮ হাজার ৫৯৯ টাকা, ২০২১-২০২২ অর্থ বছরের উন্নয় খাতে সম্ভাব্য আয় ২৫ কোটি ৮৪ লাখ ৭৭ হাজার ৯৮১ টাকা, ২০২১-২০২২ অর্থ বছরের উন্নয়ন খাতে সম্ভাব্য ব্যয় ২৫ কোটি ৮৪ লাখ ৭৭ হাজার ৯৮১ টাকা ।
এসময় বাজেট ঘোষনায় বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, প্রেসক্লাবের সম্পাদক জিল্লূর রহমান, পৌরসভার সহকারি প্রকৌশল কর্মকর্তা বিজয় কুমার রায়, সচিব আরিফুল ইসলাম, হিসাব রক্ষক কাজী নাজমুল হক, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য আহসানউল্লাহ, উপজেলা আওয়ামীলী যুবলীগের সাধারন সম্পাদক গোলাম মওলা পান্নু, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক খাইরুল হাসান নাসিম সহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক, কাউন্সিলর, সুধীজন।
#চলনবিলের আলো / আপন