করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বরিশালের আগৈলঝাড়ায় সরকার ঘোষিত লকডাউন ও স্বাস্থ্য বিধি মানাতে ইউএনও’র অভিযান চারিয়ে শতর্কতা জারি করেছে। গণপরিবহন বন্ধ থাকলেও সড়কে ছোট যানবাহন চলেছে অবিরাম। বাজারে লোকজনের উপস্থিতি ছিল লক্ষনীয়।
লক ডাউনের প্রথম দিনে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো.আবুল হাশেম উপজেলা সদর বাজার, নীমতলা, রথখোলা ও দাসেরহাট বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় সরকারের স্বাস্থ্যবিধি মেনে সকলকে মাস্ক ব্যবহার করার জন্য আহ্বান জানান তিনি।
#চলনবিলের আলো / আপন