বুধবার , ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চৌহালীতে সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৮ জুন, ২০২১

সিরাজগঞ্জের চৌহালীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস , বাল্য বিবাহ , গুজব ও জঙ্গিবাদের বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার( ২৮ জুন) সকালে চৌহালী উপজেলার কোদালিয়া দাখিল মাদ্রাসায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোছা: আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন সরকার , ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান শহিদ,চৌহালী প্রেসক্সলাব সভাপতি মাহমুদুল হাসানসহ ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ও ইসলামী ফাউন্ডেশনের কেয়ারটেকারগন উপস্থিত ছিলেন । প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ‘ইসলাম শাস্তির ধর্ম। ইসলামের নামে যারা মানুষ হত্যা করছে তারা ইসলামের শত্রু। তিনি গুলশান-শোলাকিয়াসহ সারাদেশে ইসলামের নামে বর্বর জঙ্গি হামলায় ধর্মপ্রাণ নিরপরাধ মানুষকে হত্যার তীব্র নিন্দা জানান।’ বক্তারা বলেন, পিতামাতা, শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজ, মসজিদের ইমাম ও ধর্মপ্রাণ ব্যক্তিদের জঙ্গিবাদ বিরোধী সকল কর্মকান্ডে সজাগ দৃষ্টি রাখতে হবে। এ সময় তারা জামায়াত-শিবির, যুদ্ধাপরাধীদের চিহ্নিত করে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার উদাত্ত আহবানও জানিয়েছেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।