বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের পৃথক অভিযানে অর্ধডজন মামলার আসামী ইয়াবা ও গাঁজাসহ তিন জন গ্রেফতার। পৃথক ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দু’টি মামলা দায়ের করেছে।
থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, মাদক কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে এসআই আলী হোসেনের নেতৃত্বে সঙ্গিয় ফোর্স মুড়িহার গ্রামে অভিযান চালায়। অভিযানে মুড়িহার গ্রামের সৈয়দ আলী সরদারের ছেলে ৭টি মামলার আসামী মো. জাকির সরদার (৪৫), ও কালুপাড়া গ্রামের আকুব আলী সরদারের ছেলে বাচ্চু (৩৫)কে ১৩পিচ ইয়াবা ও ১শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে। জাকিরের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় ৬টি এবং বরিশাল কাউনিয়া থানায় ১টিসহ মোট ৭টি মাদক ও অন্যান্য মামলা রয়েছে।
এঘটনায় এসআই আলী হোসেন বাদী হয়ে রবিবার রাতেই দুই জনকে আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে, নং-১৭(২৭.৬.২১)।
অপরদিকে একই রাতে এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে কুমারভাঙ্গা বাজারের পূর্ব পাশে অভিযান চালিয়ে গৌরনদী থানার বানিয়াশুরী গ্রামের আমজেদ বয়াতির ছলে শাহ আলম বয়াতি (৩৪)কে গ১ গ্রাম াঁজাসহ গ্রেফতার করেছে।
এ ঘটনায় এসআই মনিরুজ্জামান বাদী হয়ে রবিবার রাতে মাদকদ্রব্য আইনে পৃথক একটি মামলা দায়ের করেন, নং-১৬(২৭.৬.২১)।
গ্রেফতারকৃত তিন মাদক ব্যবসায়িকে সোমবার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
#চলনবিলের আলো / আপন