পাবনা সদরে একদল হামলাকারী গুলি করে ও কুপিয়ে এক ব্যক্তিকে হত্যা করেছে, যাকে ‘চরমপন্থি’ দলের আঞ্চলিক নেতা বলছে পুলিশ।
রোববার রাতে সাদুল্লাপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাজার এলাকায় এই হামলা হয়। নিহত বিল্লাল হোসেন (৪০) চরপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে।
বিল্লাল চরমপন্থি দলের স্থানীয় নেতা ছিলেন বলে জানান আতাইকুলা থানার ওসি মো. জালাল উদ্দিন জানান।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বিল্লাল পাবনা শহর থেকে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। বাড়ির কাছে পৌঁছালে তাকে সন্ত্রাসীরা গুলি করে ও কুপিয়ে হত্যা নিশ্চিত করে পাশের পাটক্ষেতে মরদেহ ফেলে রেখে যায়।
রাত ১০টার দিকে স্থানীয় লোকজন গুলির শব্দ শোনে। পরে এলাকাবাসী পাটক্ষেতের পাশে মরদেহ খুঁজে পায়।
মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে বলে জানান ওসি।
#চলনবিলের আলো / আপন