পাবনার আটঘরিয়া উপজেলায় ৭৫ লাখ ২৬ হাজার ৩৭১ টাকা চুক্তিতে দুইটি পাকা সড়ক নিমার্ণ কাজের উদ্বোধন করলেন পাবনা-৪, আটঘরিয়া-ঈশ্বরদী আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ^াস। গতকাল রোববার ২৭ জুন দুপুরে লক্ষীপুর ইউনিয়নে ‘লক্ষীপুর পশ্চিমপাড়া নতুন মসজিদ হতে শেখপাড়া বড় মসজিদ সড়ক উন্নয়ন কাজ এবং শরৎগঞ্জ বাজান ধানুয়াঘাটা হতে আয়েনগঞ্জ বাজার ভায়া বাওঐকোলা সড়ক উন্নয়ন’ কাজের পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেছেন।
আটঘরিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম রতন, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশল কর্মকর্তা কেএইচএম রবিউল আওয়াল রিজভী, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন, আটঘরিয়া থানার ওসি তদন্ত নয়ন কুমার সরকার, আটঘরিয়া পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, চাঁদভা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম, আটঘরিয়া পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক খাইরুল হাসান নাসিম, চাঁদভা যুবলীগের সাধারন সম্পাদক সাবান আলী, হেলাল উদ্দিন ,মোকাদ্দেস আলী,শহিদুল ইসলাম, জহুরুল ইসলাম,কামরুজ্জামান সহ লক্ষীপুর ইউনিয়ন ও ওযার্ড পর্যায়ের আওয়ামীলীগের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন