সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরা মাছখোলা সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক সুরমান আলী কতৃক টাকা আত্মসাতের অভিযোগ,তদন্ত কমিটি গঠন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৭ জুন, ২০২১

সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা পশ্চিমপাড়া সরকারি প্রাইমারি স্কুল প্রধান শিক্ষক সুরমান আলী কতৃক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে জানা যায়, স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার জন্য ২৫০০০+২৫০০০=৫০০০০/= টাকা সরকার কতৃক বরাদ্দ দেওয়া হয়। কিন্তু এই টাকায় জিনিসপত্র ক্রয় না করে টাকা আত্মসাত করেছে বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় ইস্কুল ম্যানেজিং কমিটি সহ অভিভাবক সদস্যরা বাদী হয়ে সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে একটি অভিযোগ দায়ের করেছে । সাতক্ষীরা সদর প্রাথমিক শিক্ষা অফিসার বাসুদেব কুমার সানা এর কাছে এ প্রতিবেদক জানতে চাইলে তিনি বলেন, তদন্তের জন্য একটা টিম গঠন করেছি। আগামীকাল ২৮.০৬.২১ তারিখ ঘটনাস্থলে এ টিম তদন্ত করবে। এ বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নুর ইসলাম মগরেব এর কাছে জানতে চাইলে তিনি বলেন, অর্থ আত্মসাতের ঘটনা সত্য। প্রধান শিক্ষককে এক মাসের মধ্যে স-সন্মানে বিদ্যালয় থেকে অন্য স্কুলে যাওয়ার জন্য বলা হয়েছে। তিনি আরোও বলেন, এ বিষয় প্রধান শিক্ষকের নাম্বারে আমি নিজে ফোন করে ২৫ হাজার টাকার বিষয়ে জানতে চাইলে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ বিষয়ে পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরমান আলী কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে যতই লেখালেখি করুক না কেন আমার কোন কিছুই হবে না ? কারণ আমি সাতক্ষীরা সদর উপজেলার প্রাথমিক সহকারী অফিসার মাছুম বিল্লাহ সহ সহ সকলকে ম্যানেজ করে চলি।

অভিভাবক সদস্য ইদ্রিস আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ অনিয়মের বিষয়ে আমি বাদী হয়ে অভিযোগ করেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানাচ্ছি। পশ্চিম মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরমান আলীর ক্ষমতার দাপট দেখে হতভাগ হয়েছে স্কুল কমিটির সভাপতিসহ এলাকাবাসী। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল ও সাধারণ জনগণ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।