বানারীপাড়ায় দুই মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জাহিদুল কবিরকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার চাখার ইউনিয়নের দড়িকর গ্রামের মৃত আলী আজিমের ছেলে। শনিবার (২৬ জুন) রাত ১১টায় বানারীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম ও অপূর্ব চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি জাহিদকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। জাহিদুল কবির দুই মাসের সাজাপ্রাপ্ত ও ২ লক্ষ ২৬ হাজার ২৫০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। রবিবার (২৭ জুন) সকালে আসামিকে বরিশাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
#চলনবিলের আলো / আপন