রবিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় অপহরণের ছয়দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী : মামলায় আটক ১

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৬ জুন, ২০২১

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার বিজ্ঞান স্কুলের ছাত্রী অপহরণের ছয়দিন পরও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি। তবে শুক্রবার (২৫ জুন) রাতে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম নূর নবী(৩২)। সে ভাঙ্গুড়া উপজেলার বেতুয়ান নদীপাড়া গ্রামের সামাদ খাঁর ছেলে।

এ ব্যাপারে শুক্রবার সন্ধ্যায় ভাঙ্গুড়া থানায় একটি অপহরণ মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২০ জুন বিকালে পৌরসভার শরৎনগর বাজার মহল্লায় নিজ বাড়ির সামনে থেকে রোদেলা আকন্দ(১৬) নামের একটি মেয়ে অপহৃত হয়। মেয়েটির বাবা আলহাজ আব্দুল লতিফ আকন্দ খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে শুক্রবার পাঁচ ব্যক্তিকে আসামী করে থানায় এজাহার করেন।

রোদেলার বাবা আব্দুল লতিফ আকন্দ বলেন,অপহরণ ঘটনার পরই তিনি থানায় মামলা করতে যান কিন্তু পুলিশ শুধু নিখোঁজ হবার একটি জিডি গ্রহন করেন । এরপর ছয়দিন অতিবাহিত হলেও তার মেয়ের কোনো সন্ধ্যান মেলেনি। । ফলে পরিবারের সদস্যরা চরম হতাশা ও উৎকন্ঠার মধ্যে রয়েছেন।
তিনি অভিযোগ করেন উপজেলার ভবানীপুর দিয়ারপাড়া গ্রামের মৃত সোহরাব আলীর বখাটে ছেলে সাকোয়াত হোসেন (২৩)একটি সাদা হায়েস গাড়িতে জোরপূর্বক তুলে নিয়ে যায় তার মেয়েকে। তখন এক নারীসহ অন্তত পাঁচ ব্যক্তি অপহরণ কাজে সহযোগিতা করে।

রোদেলার মা বেগম আসমা লতিফ কন্যা নিখোঁজের শোকে শয্যাশায়ী হয়ে পড়েছেন। তার কাছে কিছু জানতে চাইলে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি রোদেলাকে উদ্ধার করে তার কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। পরক্ষনেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

ভাঙ্গড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মু: ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,মেয়েটির বাবা প্রথমে মিসিং জিডি করেন কিন্তু কোথাও খুঁজে না পাওয়ায় শুক্রবার থানায় অপহরণ মামলা রুজু করা হয়েছে। পুলিশ মেয়েটি উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। শুক্রবার রাতে নূর নবী নামের অভিযুক্ত এক ব্যক্তিকে আটকের কথা তিনি স্বীকার করেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।