যশোরের অভয়নগরে মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দুজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের আলিপুর নামক স্থানে যশোর-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে তাদের মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর অপর জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার মিরপুর আলনা গ্রামের মোকছেদ আলীর ছেলে ব্যাটালিয়ন আনসার মো. নজরুল ইসলাম (৩৫) ও গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার বিশ্বাসপাড়ার শমসের আলী খানের ছেলে ব্যাটালিয়ন আসনার মো. শাহাদাৎ হোসেন (৩৪)।
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খান এহসান উল আলম জানান, শুক্রবার দেড়টার দিকে মোটরসাইকেলে খুলনা যাচ্ছিলেন। পথে আলিপুর নামক স্থানে মোটরসাইকেলটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা মারলে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। গুরুতর আহত অপরজনকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকটি পালিয়ে গেছে।
#চলনবিলের আলো / আপন