ময়মনসিংহের নান্দাইলে চুরি হওয়া গরু ও ছাগলসহ চোর আটক হয়েছে। শুক্রবার ভোর ৪টার উপজেলার চন্ডিপাশা ইউপির খামারগাওঁ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, খামারগাওঁ গাতীপাড়া গ্রামের মনুর গোয়াল ঘর থেকে একটি বকনা গরু ও একটি ছাগল চুরি হয়ে যায়। ভোর ৪টার দিকে বিষয়টি টের পায় মনু মিয়ার পরিবারের লোকজন। মনু মিয়া বলেন, আমার ভাই আব্দুস সালামের ছেলে রায়হানকে সন্দেহ হলে তাকে সবাই চাপ দিলে একপর্যায়ে সে স্বীকার করে জানায়, সে চুরি করে পাশের বাঁশ হাটি গ্রামের বজলু মিয়ার বাড়িতে নিয়ে রেখেছে। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদকে জানালে গ্রাম পুলিশ সঙ্গে নিয়ে প্রথমে রায়হানকে পরে বজলু মিয়াকেসহ তার বাড়ি থেকে গরু ছাগল উদ্ধার করে খামারগাওঁ ইউনিয়ন পরিষদে আটকে রাখা হয়। এ বিষয়ে মেম্বার আব্দুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রায়হান ছেলেটা একটু বোকা টাইপের, সে না বুঝেই এ কাজ করেছে। আমরা বিকেল তিনটার দিকে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করব। এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
#চলনবিলের আলো / আপন