মঙ্গলবার , ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে আবারো ৫ জুয়াড়ী আটক

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ

পঞ্চগড়ের আটোয়ারীতে জুয়া খেলার সময় আবারো ৫ জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, জুয়া সামগ্রী তাস, মোবাইল ফোন ও বাই সাইকেল উদ্ধার করা হয়েছে। বুধবার(২৩ জুন) দিবাগত রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ কোনপাড়া গ্রামের তাহেরুল ইসলামের নির্মানাধীন ফাঁকা বাড়ীতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বড়দাপ কোনপাড়া গ্রামের মৃত চয়েন উদ্দীনের পুত্র মোঃ শফিয়ার রহমান (৪০), রাধানগর দীঘিপাড়া গ্রামের মোঃ ইউসুফ আলীর পুত্র মোঃ আলমগীর হোসেন (২৬), কিসমত রসেয়া গ্রামের মোঃ রহিম উদ্দীনের পুত্র মোঃ রফিকুল ইসলাম (২২), রাধানগর ঘোড়াডাঙ্গা গ্রামের মৃত কলিম উদ্দীনের পুত্র মোঃ মকবুল হোসেন (৪০) এবং বড়দাপ ঘোষপাড়া গ্রামের বিদ্যানাথ ঘোষ এর পুত্র মহেন চন্দ্র ঘোষ ওরফে মনা (২৩)।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তিনি এসআই মোঃ রাশেদুজ্জামান নেতৃত্বে এসআই প্রদীপ চন্দ্র, এসআই মঞ্জুুরুল, এএসআই মিজানুর ও আঃ মালেকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার(২৩ জুন) দিবাগত রাত প্রায় সাড়ে ১০টার সময় রাধানগর ইউনিয়নের বড়দাপ কোনপাড়া গ্রামের জুয়াড়ী শফিয়ারের বাড়ীতে এক ষাঁড়াশী অভিযান পরিচালনা করেন।

এসময় কয়েকজন ধূর্ত জুয়াড়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে গেলেও উল্লেখিত ৫ জুয়াড়ীকে জুয়া খেলার সময় হাতে-নাতে আটক করেন। এসময় পুলিশ নগদ ৬ হাজার ১শত ৩০টাকা, কিছু জুয়া সামগ্রী তাস, ৫টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন এবং দুইটি বাই সাইকেল জব্দ করেন। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন জানান, রাতেই গ্রেফতারকৃত ও পলাতক অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারা এবং সংক্রামক ব্যাধি বিস্তারে বিদ্বেষপূর্ণ কাজ করায় তৎসহ দন্ডবিধি আইনের ২৭০/২৭১ ধারায় নিয়মিত মামলা রুজু করে বৃহস্পতিবার(২৪ জুন) আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। উল্লেখ, গত ১৬ জুন আটোয়ারী থানা পুলিশ উপজেলার বলরামপুর ইউনিয়েনর চুচুলী বটতলী গ্রামের জুয়াড়ী জসিম উদ্দীন ওরফে লিটনের বাড়ীতে জুয়া বিরোধী এক অভিযান পরিচালনা করে ৬টি মোটর সাইকেল সহ ৭ জন জুয়াড়ীকে হাতে-নাতে আটক করে জেল হাজতে প্রেরণ করেন ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।