রবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

দীর্ঘ চার বছরেও শেষ হয়নি বিনানই ব্রিজের নির্মাণ কাজ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৩ জুন, ২০২১

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার রেহাইপুখুরিয়া-বিনানই-গয়হাটা(নাগরপুর) সড়কের বিনানই মরা নদীতে ২০১৭-২০১৮ অর্থ বছরে একটি ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়। ব্রিজটির নির্মাণ কাজ দ্রুত শেষ করার কথা থাকলেও বছরের পর বছর চলে যাচ্ছে তবুও নির্মাণ কাজ শেষ হচ্ছে না। এদিকে ব্রিজটির অপরিকল্পিত ডিজাইনের কারনে বর্ষা মৌসুমে নৌকা চলাচলে ব্যঘাত দেখা দেবে এর উচ্চতা কম হওয়ার কারনে।

দ্রুত ব্রিজটির নির্মাণ কাজ শেষ করার দাবিতে এলাকাবাসি মানববন্ধনের আয়োজনও করেছিলো। তাছাড়া উচ্চতা বৃদ্ধির জন্য বার বার এলজিইডি চৌহালীর কাছে আবেদন করেছে এলাকাবাসি। আবেদনের প্রেক্ষিতে পিয়ার উচু না করেই ডিজাইন পরিবর্তন করে কিছুটা উচ্চতা বৃদ্ধি করা হচ্ছে যা সম্পূর্ন বর্ষায় পর্যাপ্ত নয় বলে মনে করে এলাকার নৌকা চলাকরা। নৌকার মাঝি আব্দুল বাতেন বলেন, যে ব্রিজ বানানো হচ্ছে তাতে বর্ষার শুরুর দিকেই বড় নৌকা নিয়ে নিচ দিয়ে যাওয়া যাবে না। বর্সা মৌসুমে নৌকা চলাচলের জন্য এটা ব্যস্ত নদী কিন্তু কিভাবে এখানে এত নিচু ব্রিজ করা হলো তা আমাদের বুঝে আসে না। এদিকে ব্রিজটির ঢালাই করার জন্য গত কয়েক মাস আগে থেকেই লোহার পাইপের খুটি দেয়া হলেও ঢালাই কাজ শুরু করার অবস্থা তৈরী হয়নি কম লোকবলের কারনে তাই নদীতে নতুন পানি আসলেও খুটি গুলো সরানো যাচ্ছে না। বর্ষায় বড় কোনো দূর্ঘটনা ঘটে কি না তা নিয়ে সংকিত এলাকাবাসি।

এদিকে যে রাস্তার জন্য ব্রিজটি নির্মাণ করা হচ্ছে সে রাস্তাটিও পাকাকরন বা মাটি ভরাটের কাজ হচ্ছে না যার কারনে ব্যপক ভোগান্তিতে আছে চৌহালী দক্ষিনাঞ্চলের জনগন। বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্বাস আলী বলেন- আমারা এই ব্রিজ আর রাস্তার জন্য স্বাভাবিক জীবন-যাপন করতে পারছি না। দ্রুত রাস্তাটির পাকাকরন ও ব্রিজটির নির্মাণকাজ শেষ করার দাবি জানান তিনি। সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন- আগামী সোমবার (২১/০৬/২০২১) ব্রিজটির ঢালাই শুরু করা হবে আর আগামী মাসে রেহাইপুখুরিয়া-বিনানই রাস্তা টেন্ডার হবে।

উপদেষ্ঠা সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল-০১৭১১-৪১৭৮৮০, সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ