বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পাবনার চাটমোহর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্বাস্থ্য বিধি মেনে পালিত হয়েছে।
বুধবার সকালে চাটমোহর পুরাতন বাজার টেলিফোন ভবনের সামনে আওয়ামী যুবলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আওয়ামীলীগের নবগঠিত কমিটি তাদের কার্যক্রম শুভ সুচনা করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু, খন্দকার বজলুল করিম, পৌর আওয়ামীলীগের সভাপতি নাজিমুদ্দিন মিয়া, জেলা পরিষদ সদস্য হেলাল উদ্দিন, সাইদুল ইসলাম পলাশ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, হরিপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সসম্পাদক ও ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল মমিন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আলীম, বিলচলন ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরহাদ নাসিম লাভলু প্রমুখ।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও এক মিনিট নিরবতা পালনের পরে বঙ্গবন্ধু সহ সকল শহীদের আতœার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
বৃহস্পতিবার , ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
চাটমোহরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে- বুধবার, ২৩ জুন, ২০২১