সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গৌরনদীতে নির্বাচনী সহিংসতায় দু’জন নিহতের ঘটনায় দু’শ জনের বিরুদ্ধে দুটি মামলা, তিনজন গ্রেফতার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২২ জুন, ২০২১

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় ৮ ও ৯ নং ওয়ার্ডে পৃথক বোমা হামলায় দুইজন নিহত এবং অন্তত ৮ জন আহত হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে ও মঙ্গলবার দুপুরে দু’ শতাধিক ব্যক্তির নামে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ৯ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য ফিরোজ মৃধাসহ তিন জনকে গ্রেফতার করেছে।

প্রত্যক্ষদর্শী ও নিহতদের পারিবারিক সুত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভোটের ফলাফল ঘোষণার পর খাঞ্জাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খাঞ্জাপুর পাঙ্গাসিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের সামনে আনন্দ মিছিল বের করেন বিজয়ী টিউবওয়েল মার্কার ইউপি সদস্য গিয়াস উদ্দিন মৃধার সমর্থকরা।

এসময় পরাজিত মোরগ মার্কার প্রার্থী আরজ আলী সরদারের সমর্থকরা ওই আনন্দ মিছিলে বোমা হামলা চালালে বিজয়ী প্রার্থীর সমর্থক খাঞ্জাপুর গ্রামের আনজু ফকিরের পুত্র আবু বক্কর ফকিরকে (২৫) গুরুতর আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৌজালী মৃধাকে (৬৫) মৃত ঘোষণা করেন। ওই বোমা হামলায় আরো তিনজন গুরুতর আহত হয়।

অপরদিকে একইদিন দুপুর বারোটার দিকে ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে দুই মেম্বর প্রার্থীর মধ্যে সংঘর্ষের সময় বোমা হামলা ঘটনাস্থলেই মোরগ মার্কার প্রতিদ্বন্ধী প্রার্থী ফিরোজ মৃধার সমর্থক কমলাপুর গ্রামের মৃত কাদের মৃধার পুত্র মৌজে আলী মৃধা নিহত ও অন্তত ৩ জন আহত হয়।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, আবু বক্কর ফকির নিহতর ঘটনায় মঙ্গলবার দুপুরে তার পিতা আনজু ফকির বাদি হয়ে পরাজিত মেম্বর প্রার্থী আরজ আলী সরদার, তার পুত্র রাব্বী সরদার ও বাবু সরদারসহ ২০ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা ৮০ জনকে আসামি করে বিস্ফোরকসহ হত্যা মামলা দায়ের করেন। এ ছাড়া সোমবার রাতে মৌজে আলী মৃধা নিহতর ঘটনায় সোমবার রাতে তার তার পুত্র নজরুল ইসলাম মৃধা বাদি হয়ে ২১ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করে একই ধারায় মামলা দায়ের করেন। পুলিশ সোমবার রাতেই ৯ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য ফিরোজ মৃধা, ইমন হোসেন ও নয়ন মৃধাকে গ্রেফতার করেছে। গেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে ম্যাজিস্ট্রেট তাদের বরিশাল কেন্দ্রীয় কারগারে প্রেরন করেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।