ময়মনসিংহের নান্দাইল উপজেলা কালীগঞ্জ বাজারে গভীর রাতে আগুন সাতটি দোকান পুড়ে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি সোমবার রাত ১ টার দিকে উপজেলার রাজগাতী ইউপির কালিগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ বিষয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের টিম লিডার মোবারক হোসেন বলেন, রাত একটার দিকে উপজেলার রাজগাতী ইউপির কালিগঞ্জ বাজারে আগুন লাগার খবর স্থানীয়রা ফোন করে জানালে সঙ্গে সঙ্গে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, কালিগঞ্জ বাজারের সেমিপাকা রাদিয়া মার্কেটের একটি ফার্মেসি, দুইটি মাইক সার্ভিসিংয়ের দোকান, একটি চালের দোকানসহ সাতটি দোকান পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ সময় ওই মার্কেটের অন্যান্য দোকান থেকে প্রায় ৫০ লাখ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। তবে, এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
#চলনবিলের আলো / আপন