পাবনার চাটমোহরে ২২ জুন মঙ্গলবার সকাল ১১.৩০ সময়, চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান অফিস রুমে বিভিন্ন রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
চাটমোহর সমাজসেবা অফিস কর্তৃক ২০২০ – ২০২১ অর্থ বছরের চাটমোহর উপজেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগী ৫০ জন নারী ও পুরুষের মাঝে প্রতিজনকে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার এই চেক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোঃ রেজাউল করিম, ফৈলজানা ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ উদ্দিন, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, চলনবিলের আলো সম্পাদক রফিকুল ইসলাম রনি প্রমুখ।
#চলনবিলের আলো / আপন