২১ জুন রাত অনুমান ১০:৩০ ঘটিকার সময় কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করতে সক্ষম হয়।
কক্সবাজার পৌরসভারস্থ পশ্চিম কুতুবদিপাড়া এলাকা হতে এদের গ্রেফতার করা হয়।গ্রেপ্তারকৃত আসামিরা হচ্ছে কক্সবাজার পৌরসভা ১নং ওয়ার্ড,পশ্চিম কুতুবদিয়া পাড়া আমির হোসেন পুত্র আক্তার হোসেন (৩০),(২) মহেশখালী,টাইম বাজার পূর্ব পুইছড়া ছগির আহাম্মদ ছেলে আব্দুর রহিম (২২), তাদের হেফাজত হতে ১,৯৩৭ (এক হাজার নয়শত সাতত্রিশ) পিস ইয়াবা (মাদক) ট্যাবলেট উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামী’দ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
#চলনবিলের আলো / আপন