রোদের তাপ বৃষ্টির পানি
লাগতে দেয়নি গায়ে-
বৃক্ষের মত ছায়া দিয়ে
বড় করেছে পায়ে-পায়ে।
হাতটি ধরে উন্নতির তরে
আমায় তিনি গড়েন,
জগতে আছে বাধা যত
সবার সাথে লড়েন।
দুঃখ-কষ্ট ঝড়-ঝাপটা
সয়ে যায় অবিরত,
সংসারে গ্লানি টানে অবিরাম
লুকিয়ে নিজের ক্ষত।
স্নেহময় বাবা আমার
পৃথিবীর মাঝে অতুল্য,
বাবার বিকল্প হয়না কিছু
বাবা আমার সম্পদ অমূল্য।
রচনা কাল.২০-০৬-২১ইং
স্থান. মিরপুর ঢাকা