সিরাজগঞ্জের তাড়াশে জুয়ার আসর থেকে যুবলীগের সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাকের তাড়াশ সংবাদদাতাসহ ৮ জুয়ারীকে আটক করেছে সিরাজগঞ্জ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ এর সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোঃ মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, রবিবার দিবাগত রাত ১টার দিকে তাড়াশ পৌর সদরের বাজার এলাকায় তাড়াশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুতের নিজস্ব অফিস থেকে তাদের আটক করা হয়। এসময় দৈনিক ইত্তেফাকের তাড়াশ সংবাদদাতা ও সাপ্তাহিক চলনবিল বার্তা ব্যবস্থাপনা সম্পাদক গোলাম মোস্তফার নিকট থেকে একটি মদের বোতল পাওয়া যায়।
আটকৃতরা হলেন, তাড়াশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুত, তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের তাড়াশ সংবাদদাতা গোলাম মোস্তফা, আমবাড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষক একলাস হোসেন পিন্টু, নাসির হোসেন, আব্দুল বারেক, বেলাল হোসেন, মোস্তফা (২) ও বাহাদুর আলী।মিডিয়া অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান আরো জানান, আটককৃতদের তাড়াশ থানায় প্রেরণের প্রস্তুতি চলছে।
#চলনবিলের আলো / আপন