গত শনিবার বিকেলে র্যাব-১২ এর আভিযানিক দল সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুলে অভিযান চালিয়ে ১৯০ গ্রাম হেরোইন (যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা)সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
এ সময় তার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোনসহ টাকা জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামী নওগাঁ জেলার পোরশা থানার দক্ষিণ লক্ষীপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে মিজানুর রহমান (৪২)।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত: উদ্ধারকৃত আলামতসহ গতকাল রবিবার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন