একগ্লাস মদের নাম স্বাধীনতা যুদ্ধ
যারা ছিলো পরাধীন তারা আজও ক্ষুব্ধ।
কালাযাদুতে কালা ভাই করেছে স্তব্ধ
এই বুঝি শেষ এইতো শুরু হলো যুদ্ধ।
ফুটপাথ বস্তি রাজা রাণীর দখলে
পকেট যার ফাঁকা ছিলো একালে সেকালে।
রঙিন চশমা পড়ে সাংবাদিক কবিয়াল
ঘুম ভেঙে দেখি তোমরা সব বাঙাল(বোকা)।
জাত পাত ভেঁদাভেদ রাজনীতি কাঙাল
শাষকের শোষন নীতি চলছেই আজকাল।
#চলনবিলের আলো / আপন