মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে নওগাঁর আত্রাইয়ে ভূমিহীন-গৃহহীন ১০ পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। রোববার (২০ জুন) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীনদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইফতেখারুল ইসলাম জানান, আশ্রয়ণ-১ প্রকল্পের উপজেলায় ১৭৫ টি ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল, অসহায় দরিদ্রদের মাঝে ঘর প্রদান করা হয়েছিল। এবার আশ্রয়ন-২ প্রকল্পের ১০ পরিবারের মাঝে ঘরের চাবি স্থানান্তর করা হলো। আত্রাই উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা চেয়ারম্যান মোঃ এবাদুর রহমান প্রামাণিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ,
এবং উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, সকল ইউনিয়নের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ভূমি ও গৃহহীন উপকারভোগী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
#চলনবিলের আলো / আপন