শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালের ৫০ ইউনিয়নে আজ ভোট

প্রকাশিত হয়েছে- রবিবার, ২০ জুন, ২০২১

বরিশাল জেলার নয়টি উপজেলার ৫০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত ইউপি সদস্য পদে আজ সোমবার ভোটগ্রহণ। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সূত্রমতে, প্রথম ধাপের ইউপি নির্বাচনে বরিশাল সদর উপজেলার চারটি, বাবুগঞ্জের চারটি, গৌরনদীর সাতটি, বানারীপাড়ার সাতটি, বাকেরগঞ্জে ১১টি, হিজলার চারটি, মেহেন্দীগঞ্জের দুইটি, মুলাদীর ছয়টি এবং উজিরপুর উপজেলার ছয়টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নয়টি উপজেলায় সর্বমোট ভোটার সংখ্যা ৯ লাখ ২০ হাজার ৪৬৩ জন। এরমধ্যে নারী ভোটার ৪ লাখ ৫২ হাজার ৩৩০ এবং পুরুষ ভোটার ৪ লাখ ৬৮ হাজার ১৩৩ জন। ৪৭৪টি ভোটকেন্দ্রের মধ্যে ২ হাজার ৯৬৮টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সূত্রে আরও জানা গেছে, বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া, মুলাদীর গাছুয়া, বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর এবং গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে এবং বাকি সব ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। পাশাপাশি গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ছয়টি, বাকেরগঞ্জের ১১টির মধ্যে একটি, বানরীপাড়ার সাতটির মধ্যে পাঁচটি, উজিরপুরের পাঁচটির মধ্যে একটি ও মুলাদীর ছয়টির মধ্যে একটিতে চেয়ারম্যান পদে ভোটের আগেই বিনাপ্রতিদ্বন্ধীতায় নৌকার প্রার্থীরা চেয়ারম্যান নিবার্চিত হয়েছেন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম জনকণ্ঠকে বলেন, সুষ্ঠু ভোট অনুষ্ঠানে সবধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বরিশালের রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেন, নির্বাচনে ১২ হাজার পুলিশ সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। নিরাপত্তাব্যবস্থা জোরদারে ভোটের মাঠে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন। ডিআইজি আরও বলেন, নির্বাচনী এলাকার ভোটার ও জনগনের নিরাপত্তায় সকল পুলিশ সদস্য শান্তি শৃঙ্খলা রক্ষায় একযোগে কাজ করবেন। এজন্য পুলিশ সদস্যরা কোন প্রার্থীর খাবার পর্যন্ত খাবেন না।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।