শুক্রবার , ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১১ই শাবান, ১৪৪৭ হিজরি

আত্রাই সেতুর দুই পাড়ে গোলচক্কর নির্মাণের দাবিতে পথসভা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৮ জুন, ২০২১

নওগাঁর আত্রাই নদীর উপর নির্মিত আত্রাই সেতুর দুই পাড়ে গোলচক্কর নির্মানে দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সেতুর উত্তর পাড়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও আত্রাই মাছ বাজার বণিক ও আড়ৎদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক ওহিদুর রহমান মানিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু উজ্জল, আব্দুল মতিন মামুন, সাজ্জাদ হোসেন প্রমুখ।

উল্লেখ্য আত্রাই- নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কের আত্রাই নদীর উপর নির্মিত ব্রিজের উত্তরপাড়ে আত্রাই- নওগাঁ, আত্রাই- পতিসর এবং দক্ষিণপাড়ে আত্রাই- ভবানীগঞ্জ, আত্রাই- সিংড়া সংযোগ সড়ক রয়েছে। এ ক্রস সড়কে গোলচক্কর নির্মিত না হলে যে কোন সময় ভয়াবহ দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। তাই বৃহত্তর স্বার্থে এবং দুর্ঘটনা এড়াতে ব্রিজের দুই পাড়ে গোলচক্কর নির্মাণের দাবিতে কর্মসূচি পালন করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।