নওগাঁর আত্রাই নদীর উপর নির্মিত আত্রাই সেতুর দুই পাড়ে গোলচক্কর নির্মানে দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সেতুর উত্তর পাড়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও আত্রাই মাছ বাজার বণিক ও আড়ৎদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক ওহিদুর রহমান মানিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু উজ্জল, আব্দুল মতিন মামুন, সাজ্জাদ হোসেন প্রমুখ।
উল্লেখ্য আত্রাই- নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কের আত্রাই নদীর উপর নির্মিত ব্রিজের উত্তরপাড়ে আত্রাই- নওগাঁ, আত্রাই- পতিসর এবং দক্ষিণপাড়ে আত্রাই- ভবানীগঞ্জ, আত্রাই- সিংড়া সংযোগ সড়ক রয়েছে। এ ক্রস সড়কে গোলচক্কর নির্মিত না হলে যে কোন সময় ভয়াবহ দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। তাই বৃহত্তর স্বার্থে এবং দুর্ঘটনা এড়াতে ব্রিজের দুই পাড়ে গোলচক্কর নির্মাণের দাবিতে কর্মসূচি পালন করা হয়।
#চলনবিলের আলো / আপন