শুক্রবার , ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে সৌদির খেজুর চাষে সফলতা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
পশন জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর গ্রামে প্রথমবারের মতো সৌদি আরবের খেজুর চাষ করে সফল হয়েছেন আল-মামুন হাওলাদার। চলতি বছর মে মাসের শুরুর দিকে তার বাগানের একটি গাছে থোকায় থোকায় মদিনার আমবার জাতের খেজুর ঝুলছে।
জানা গেছে, আল-মামুন হাওলাদার দীর্ঘ ১৭বছর সৌদি আরবে থাকার পর ২০১৪ সালে তিনি বাংলাদেশে আসেন। সৌদি আরবে থাকাকালীন সময় থেকেই তার (আল-মামুন) বাংলাদেশে সৌদির বিশেষ জাতের খেজুর চাষের প্রবল ইচ্ছে জাগে। বাংলাদেশে আসার পর থেকেই সে বিভিন্নভাবে খেজুর চাষের চেষ্টা শুরু করেন এবং দীর্ঘ ছয় বছর পর তার চেষ্টা সফল হয়েছে।

আল-মামুন হাওলাদার বলেন, তার বাগানে প্রায় দেড়শ’ আজওয়া এবং অর্ধশতাধিক আমবার জাতের খেজুর গাছ ও চারা রয়েছে। তিনি আরও বলেন, সৌদি আরবের মদিনা শহরের বিশেষ জাতের এই খেজুরের দাম প্রতিকেজি ১৫শ’ থেকে তিন হাজার টাকা পর্যন্ত এবং প্রতিটি চারাগাছ দুই থেকে দশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

সূত্রমতে, বাংলাদেশে এর আগে ময়মনসিংহের ভালুকায় এক চাষী সৌদির খেজুর চাষ করে সফল হয়েছেন কিন্তু বরিশালে এই প্রথম আল-মামুন হাওলাদার সৌদির খেজুর চাষ করে সফলতা আসার মুখ দেখছেন। আল-মামুন হাওলাদার বলেন, অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর নেয়ামতপূর্ন ফলকে বাংলাদেশের মানুষের কাছে সহজলভ্য করাটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।