নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃক আগামী ২০ শে জুন ২০২১ তারিখে দেশব্যাপী ভূমিহীন অসহায় পরিবারের মাথা গোঁজার ঠাঁই হিসেবে এবং আত্মমর্যাদা বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী একযোগে সারাদেশে এসব অসহায় পরিবারের মাঝে জমি ও গৃহ দানের উদ্ধোধন করবেন। প্রধানমন্ত্রীর এই মহৎ উদ্যোগে ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়াকে সংবাদ পরিবেশন করার জন্য আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকতেখারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, আত্রাই উপজেলা প্রেসক্লাবের সকল ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানগন।
#চলনবিলের আলো / আপন