টাংগাইলের সুখিপুরে ডা.এম.এ.গনি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল এর যাতায়াতের জন্য প্রায় ৩৫০ মিটার রাস্তার কাজ শুভ উদ্বোধন ঘোষনা করেন সুখিপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জুলফিকার হায়দার কামাল ও ৫ নং হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মো.গিয়াস উদ্দীন। আজ বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১ খ্রি.সকাল ৯.০০ টায় অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ডা.মো.তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা.মো.আ.গনির পরিচালনায় রাস্তার কাজ শুভ উদ্বোধন সম্পন্ন হয়। শুভ উদ্বোধন শেষে সরকারী মুজিব কলেজ এর সম্মানিত সহকারি অধ্যাপক মো.আসাদুজ্জামান এর পরিচালনায় মহান আল্লাহ দরবারে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। নতুন রাস্তা কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্হিতি ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোছা.মীনা সুলতানা,নিয়োগপ্রাপ্ত প্রভাষক,মেডিকেল অফিসার ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ,আগত শুভাকাঙ্ক্ষী বৃন্দ ও সুখিপুর, তক্তারচালার সম্মানিত গণ্যমান্য বৃক্তিগণ।
#চলনবিলের আলো / আপন