জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় সীমান্ত এলাকা থেকে সুমন মিয়া (১৬) নামে এক ভারতীয় কিশোরকে আটক করা হয়েছে।১৫ জুন ভোরের দিকে বকশীগঞ্জ সীমান্তের ধানুয়া কামালপুর এলাকায় অপরিচিত এক কিশোরকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাকে আটক করে।পরে তাকে ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামালের তত্ত্বাবধানে ইউনিয়ন পরিষদে রাখা হয়। আটক কিশোর ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ী জেলার সদর থানার এসপচপাড়া গ্রামের তালেব মিয়ার ছেলে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি জানার পর দুপুরে ওই কিশোরকে থানায় আনার জন্য পুলিশ পাঠানো হয়েছে। বিজিবির সাথে কথা বলে পদক্ষেপ নেওয়া হবে।
#চলনবিলের আলো / আপন