পাবনার ফরিদপুর উপজেলা ডেমড়া ইউনিয়নের ডেমড়া চরপাড়া উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাইনের 1টি খুঁটি রাস্তার মাঝে রেখেই প্রশস্তকরণের কাজ চলছে।
খুঁটিগুলোকে ঘিরেই সড়ক প্রশস্তকরণের খোঁড়াখুঁড়ি, ইট, বালু, খোয়া বিছানো ও রাস্তার কার্পেটিংয়ের কাজ করা হচ্ছে।
এলাকাবাসীর আশঙ্কা, এতে বিদ্যুতের খুঁটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রাস্তার মাঝে এবং আশপাশে থাকা খুঁটি যেকোনো সময় হেলে পড়তে পারে। এতে বড় ধরণের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
এসব ঝুঁকির মধ্যেই প্রতিদিন এ সড়ক দিয়ে পথচারী ও যানবাহন চলাচল করছে।
পাবনা সড়ক বিভাগ জানিয়েছে, গত 12 মার্চ সারাদেশের সড়ক-মহাসড়কে থাকায় সব ধরনের খুঁটি 15-20 দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। কিন্তু এ খুঁটি অপসারণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সড়ক বিভাগ খুঁটি অপসারণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে। এতে কোনো কাজ হয়নি। তাই ঠিকাদার রাস্তার উপর বিদ্যুতের খুঁটি রেখেই সড়ক প্রশস্তকরণের কাজ চালিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
পথচারী বলেন, রাস্তায় বিপজ্জনকভাবে বিদ্যুতের খুঁটি রেখে কাজ করা হচ্ছে। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যানমালের ব্যপক ক্ষতি হতে পারে। পাশাপাশি এ সড়কে যানবাহন চলাচলেও যেকোনো সময় প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে।
“তাই হাই কোর্টের নিদের্শনা মেনে দ্রুত খুঁটি অপসারণসহ নিয়ম মেনে সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন করার দাবি জানাচ্ছি।”
অটোচালক শাহজাহান বলেন, এ বিদ্যুৎ সঞ্চালন লাইন চলে গেছে। পাশাপাশি স্থানীয় বিদুৎ সরবরাহ লাইনও রয়েছে। এলোমেলো অবস্থায় রাস্তার মাঝে এবং এখানে-সেখানে বিদ্যুতের খুঁটি রয়েছে। এগুলো না সরিয়ে রাস্তার কাজ করা হচ্ছে।
“এতে এ সড়কে চলাচলকারী মানুষ ও যানবাহন বিশাল ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা দ্রুত বিদ্যুতের খুঁটি সরিয়ে নেওয়ার আবেদন করছি।”
পাবনা ফরিদপুর পল্লী বিদ্যুৎ বিভাগের(এডি জিএম) নির্বাহী প্রকৌশলী মো:হাফিজুর রহমান এ বিষয়ে বক্তব্য বলেন ১৫-২০ দিনের মধ্যে বৈদ্যুতিক খুঁটি অপসারন করা হবে ।
#চলনবিলের আলো / আপন