রবিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফরিদপুর ডেমড়া রাস্তার মাঝে বৈদ‍্যুতিক খুঁটি রেখে রাস্তা নির্মাণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

পাবনার ফরিদপুর উপজেলা ডেমড়া ইউনিয়নের  ডেমড়া চরপাড়া  উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাইনের 1টি  খুঁটি রাস্তার মাঝে রেখেই প্রশস্তকরণের কাজ চলছে।

খুঁটিগুলোকে ঘিরেই সড়ক প্রশস্তকরণের খোঁড়াখুঁড়ি, ইট, বালু, খোয়া বিছানো ও রাস্তার কার্পেটিংয়ের কাজ করা হচ্ছে।

এলাকাবাসীর আশঙ্কা, এতে বিদ্যুতের খুঁটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রাস্তার মাঝে এবং আশপাশে থাকা  খুঁটি যেকোনো সময় হেলে পড়তে পারে। এতে বড় ধরণের দুর্ঘটনা ঘটে যেতে পারে।

এসব ঝুঁকির মধ্যেই প্রতিদিন এ সড়ক দিয়ে পথচারী ও যানবাহন চলাচল করছে।
পাবনা  সড়ক বিভাগ জানিয়েছে, গত 12  মার্চ সারাদেশের সড়ক-মহাসড়কে থাকায় সব ধরনের খুঁটি 15-20 দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। কিন্তু  এ খুঁটি অপসারণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সড়ক বিভাগ খুঁটি অপসারণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে। এতে কোনো কাজ হয়নি। তাই ঠিকাদার রাস্তার উপর বিদ্যুতের খুঁটি রেখেই সড়ক প্রশস্তকরণের কাজ চালিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

পথচারী   বলেন, রাস্তায় বিপজ্জনকভাবে বিদ্যুতের খুঁটি রেখে কাজ করা হচ্ছে। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যানমালের ব্যপক ক্ষতি হতে পারে। পাশাপাশি এ সড়কে যানবাহন চলাচলেও যেকোনো সময় প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে।

“তাই হাই কোর্টের নিদের্শনা মেনে দ্রুত খুঁটি অপসারণসহ নিয়ম মেনে সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন করার দাবি জানাচ্ছি।”

অটোচালক  শাহজাহান বলেন, এ বিদ্যুৎ সঞ্চালন লাইন চলে গেছে। পাশাপাশি স্থানীয় বিদুৎ সরবরাহ লাইনও রয়েছে। এলোমেলো অবস্থায় রাস্তার মাঝে এবং এখানে-সেখানে বিদ্যুতের খুঁটি রয়েছে। এগুলো না সরিয়ে রাস্তার কাজ করা হচ্ছে।

“এতে এ সড়কে চলাচলকারী মানুষ ও যানবাহন বিশাল ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা দ্রুত বিদ্যুতের খুঁটি সরিয়ে নেওয়ার আবেদন করছি।”

পাবনা ফরিদপুর পল্লী বিদ্যুৎ বিভাগের(এডি জিএম) নির্বাহী প্রকৌশলী মো:হাফিজুর রহমান  এ বিষয়ে বক্তব্য বলেন ১৫-২০ দিনের মধ‍্যে বৈদ‍্যুতিক খুঁটি অপসারন করা হবে ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।