রবিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় কাজ না করেই ইজিপিপি প্রকল্পের টাকা আত্নসাতের অভিযোগ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

পাবনার ভাঙ্গুড়ায় ২০২০-২০২১ অর্থ বছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পের (ইজিপিপি) ২য় পর্যায়ের কাজ না করে টাকা আত্নসাতের অভিযোগ উঠেছে দিলপাশার ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বর মোঃ সাকোয়াত হোসেনের বিরুদ্ধে।
অফিস স‚ত্রে জানা গেছে, ২০২০-২০২১ অর্থ বছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর (ইজিপিপি) প্রকল্পের আওতায় ২য় পর্যায়ে উপজেলার ৬টি ইউনিয়নে ২৬ টি প্রকল্পে মোট ৬৬ লক্ষ ৮০ হাজার টাকা বরাদ্ধ ছিল। উপজেলার দিলপাশার ইউনিয়নে ৬ টি প্রকল্পে মোট ১২ লখ ৭২ হাজার টাকা বরাদ্দ দিয়ে ১৫৯ জন শ্রমিক নিয়োগ করা হয়েছে। নিয়ম অনুযায়ি জনপ্রতিনিধি (প্রকল্প পিআইছি) প্রতিদিন ২শ’ টাকা হারে মজুরিতে শ্রমিকদের ৪০ দিন কাজ করাবেন। দিলপাশার ইউনিয়নের ১নং ওয়ার্ডের আদাবাড়ীয়া গ্রামের কাদেরের বাড়ি হইতে হযরতের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পে প্রতিদিন ২৩ জন ,শ্রমিকের বরাদ্ধ ছিল ১লক্ষ ৭২ হাজার টাকা। কিন্তু এ প্রকল্পের পিআইসি ১নং ওয়ার্ডের মেম্বর মোঃ সাকোয়াদ হোসেন কোন প্রকার কাজ না করে ২৩ জন শ্রমিকের ২২ দিন মজুরি প্রায় ১লক্ষ টাকা অফিস ও ব্যাংক ম্যানেজ করে জাল সাক্ষরের মাধ্যামে উত্তলন করে আত্মসাৎ করেছেন। ইউপি সদস্য প্রভাব সালি হওয়ায় এলাকাবাসি প্রকল্পের বিষয় কিছু বলতে পারে না। এমনকি এলাকাবাসি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করতে ভয়পায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আদাবাড়ীয়া গ্রামের কাদেরের বাড়ি হইতে হযরতের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার অফিসিয়াল কাগজ কলমে থাকলেও বাস্তবে কোন কাজ করা হয়নি। একাধিক এলাকাবাসি বলেন, শুনেছি এ রাস্তা সংস্কার করা হবে আবার অনেকে জানেনা সরকারের এ প্রকল্পের কথা।
এই প্রকল্পের পিআইসি ১নং ওয়ার্ড মেম্বর মোঃ সাকোয়াত হোসেন বলেন, পারিবারিক ঝামেলা থাকায় আমি কাজ করতে পারিনাই আর এত অল্প টাকাই কিভাবে কাজ করব। চেয়ারম্যান মাত্র ৪০হাজার টাকার কাজ করতে বলেছে। তাই আমি কোন কাজ করিনাই।

কাজ না করে টাকা তুলার বিষয় জানতে চাইলে বলেন, ২২দিনের প্রায় ১লক্ষ টাকা বিল তুলে চেয়ারম্যান আমাকে ৩০ হাজার টাকা দিয়েছে বাকি টাকা চেয়ারম্যান ও অফিস নিয়েছে। তিনি আরো বলেন বাকি ১৮ দিনের বিল তুলে আমাকে ১০ হাজার দিবে বাকি চেয়ারম্যান নিবে।

দিলপাশার ইউপি চেয়ারম্যান অশোক কুমার ঘোষ পনো বলেন, প্রকল্পের বিল পিআইসির স্বাক্ষরে তোলা হয় সুতরাং প্রকল্পের কাজ পিআইসি বুঝে দিবে। আমার বিষয়ে যা বলেছে তা সম্পুর্ণ মিথ্যা ।

এ বিষয়ে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, ১৪ জুন রবিবার প্রকল্প দেখিছি কিছু কাজ করেছে যা সুনতুষ্টোজনক হয়নি। তিনি আরো বলেন, প্রকল্পের শ্রমিকদের অভিযোগ না থাকলেই হল।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান বলেন, কাজ না করে বিল নিয়ে থাকলে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।