বেলাল হোসাইন,খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে সরকারিভাবে শুরু হলো চলতি বছরের অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান। বৃহস্পতিবার দুপুরে রামগড় উপজেলা খাদ্যগুদাম চত্ত্বরে ফিতা কেটে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনম বদরুদ্দোজা।
এবার উপজেলার খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমে কৃষক ও মিল-চাতাল ব্যবসায়ীদের নিকট থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৫৬ মেট্রিক টন সিদ্ধ চাল এবং প্রতি কেজি ২৬ টাকা দরে ১২০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। ঐসব ধান ও চাল সংগ্রহ অভিযান চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আলী আহমেদ,উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান ভূইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:মনসুর আহমেদ এবং রামগড় প্রেসক্লাবের সাধারন সম্পাদক বেলাল হোসাইন।
রামগড় উপজেলা খাদ্য গুদামেরর ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, এ বছর সরকারিভাবে প্রতি কেজি ধান ২৬ টাকা হারে প্রতি মণ এক হাজার ৪০ টাকা দরে সরকার বোরো ধান ক্রয় করবে।রামগড় উপজেলার একমাত্র এই খাদ্যগুদামে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবার উপজেলার প্রত্যন্ত এলাকার কৃষক থেকে নির্ধারিত দাম দিয়ে ধান এবং চাল সংগ্রহ করা হবে।
উক্ত অভিযান কার্যক্রমের উদ্বোধন শেষে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা আনম বদরুদ্দোজা বলেন, উপজেলার খাদ্য গুদামে ধান-চালের যে লক্ষ্যমাত্রা রয়েছে, তা নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে পারবো বলে আশা করছি। লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল সংগ্রহের জন্য উপজেলার মিলারদের সঙ্গে চুক্তি হয়েছে। আশা করছি চুক্তি অনুযায়ী আমরা তাদের কাছ থেকে চাল পাবো।