পাবনার ভাঙ্গুড়ায় গলায় খাবার আটকে জরিনা খাতুন ( ৫৫ ) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের পশ্চিমপাড়া মহল্লার হোসেন আলী ফকিরের স্ত্রী।
প্রতিবেশিরা জানান, সকালে মুরগীর গোস্ত দিয়ে ভাত খেতে বসেন জরিনা। খাবার খাওয়ার এক পর্যায়ে তার গলায় ভাত আটকে যায়। পরিবারের লোকজন দ্রুত তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম বলেন, “ধারণা করা হচ্ছে খাবার শ্বাসনালিতে ঢুকে শ্বাসনালি বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।”
স্থানীয় ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভাত খেতে গেলে মাঝে মধ্যেই ওই নারীর গলায় খাবার আটকে যেতো বলে তিনি শুনেছেন।
#চলনবিলের আলো / আপন