পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের মথুরানগর হতে রোকনপুর পাকা রাস্তা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার কাঁচা সড়কের বেহাল দশা। চলাচলের চরম দূর্ভোগ জন সাধারনের। একটু বৃষ্টি হলেই কাঁদায় পরিণত হয়। দেখে মনে হয় যেন বোরো আমন ধান খেত।
কথা হয় মর্জিনা, আম্বিয়া, জোসনা, আকলিমা, সালাম, আজিজুল ইসলাম, সাহেব আলী সহ অনেকের সাথে, তারা বলেন, আমাগো এই মথুরা নগর ও রোকনপুর রাস্তার কোনো খোজ খবর রাখে না চেয়ারম্যান ও মেম্বার সাহেবেরা। নির্বাচন সামনে অ্যাইলে তারা নানা আকুতি নিমতি কইরা ভোট চাই বেডারা।
এই রাস্তা দিইয়া কত চেয়ারম্যান মেম্বার গেলো আইলো আমাগো কাঁচা রাস্তা কাঁদায় পরিণত হলো, নির্বাচন আইলে তারা কই আমাগো ভোট দিলেই রাস্তা পাকা হইয়া যাইবো। ভোট হইয়া গেছে বেডাগো কোনো খবরই থাকে না। আর তো এই আমাগো রাস্তার কথা। কষ্টের আর শেষ নেই আমাগো এলাকার মানুষের। একটু বৃষ্টি হলে এমন কাঁদায় পরিণত হয় যেন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার মাজপাড়া ইউনিয়নের মথুরানগর হতে রোকনপুর প্রায় তিন কিলোমিটার কাঁচা রাস্তা একেবারেই চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেই রাস্তাটিতে কাঁদা মাটিতে ভরপুর হয়ে যায়। যাতাযাতের তেমন কোনো অবস্থা থাকে না। এই এলাকা কৃষি প্রধান হওয়ায় ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন নজর পড়ে নাই এই রাস্তার ওপর। তবে এলাকার সাধারন খেটে খাওয়া কৃষকরা একদিকে যেমন ফসল ঘরে তুলতে হিমশিম খাচ্ছেন অন্য দিকে ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন তারা। তবে রাস্তাটি দ্রুত মেরামতের জোরদাবি জানান এলাকাবাসীর।
#চলনবিলের আলো / আপন