পাবনার চাটমোহর পৌরসদের ৯ নং ওয়ার্ডের নতুন বাসস্ট্যান্ডে অবস্হিত চাটমোহর পৌরসভার আয়োজনে গরু, মহিষ, ছাগল ও পুরাতন মটর সাইকেলের বিশাল হাটের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার ১৪ জুন সকাল ১১ ঘটিকায় চাটমোহর পৌরসদরের ৯ নং ওয়ার্ডের নারিকেল পাড়া নতুন বাসস্ট্যান্ডে অবস্হিত বিশাল হাটের শুভ উদ্বোধন ঘোষনা করেন পৌরমেয়র এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো।
তিনি নতুন হাটে আগত ব্যবসায়ীদের সকলের সঙ্গে কথা বলেন এবং ঘুরে ঘুরে দেখেন এবং নিজে কাঁচা তরকারি, সবজি, কাঁঠাল ক্রয় করেন। মেয়র হাটে ছাগল বিক্রির রশিদে সই করে হাটের উদ্বোধন ঘোষনা করেন।
উক্ত অনুষ্ঠানে পৌর কাউন্সিলর বৃন্দ, সাংবাদিক,গরু-মহিষ-ছাগলের ব্যাপারী, পুরাতন মটর সাইকেলের ব্যাপারী সহ মাছ, কাচাঁ তরকারি সহ বিভিন্ন দোকানের ক্রেতা ও বিক্রেতা উপস্থিত ছিলেন। উক্ত হাটে বিভিন্ন এলাকা থেকে আগত ব্যাপারীদের জন্য দুপুরের খাবার ব্যবস্হার আয়োজন ও করা হয়েছে এই নতুন হাটে। সপ্তাহের প্রতি সোমবার এখানে হাট বসবে বলে জানান হাট কমিটি।
#চলনবিলের আলো / আপন