“রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত করে মানবিক অনুভূতি এর স্লোগান কে সামনে রেখে টাংগাইলের নাগরপুরে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা,দোয়া মাহফিল ও ফ্রি রক্ত গ্রুপিং নির্নয় কর্মসৃচী অনুষ্ঠিত হয়।
সোমবার,১৪ জুন ২০২১ খ্রি.সকালে আইয়ুব আলী সুপার মার্কেট,নাগরপুর বাজারে অত্র প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের ম্যানেজিং ডিরেক্টর ডা.এম.এ.মান্নান এর সভাপতিত্ব ও মেডিকেল অফিসার ডা.মো.কাউছার খান এর পরিচালনায় আলোচনা সভা,দোয়া মাহফিল ও ফ্রি.রক্ত গ্রুপিং নির্নয় কর্মসৃচী অনুষ্ঠিত হয়েছে।
ফ্রি রক্ত গ্রুপিং কর্মসৃচী শুভ উদ্বোধন ঘোষনা করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক মো.আমজাদ হোসেন রতন।
প্রধান অতিথি হিসাবে উপস্হিতি ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত উপদেষ্টা, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বাবু পবিত্র কুমার সাহা।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন-অত্র প্রতিষ্ঠানের ম্যানেজার(সার্বিক) হাফেজ মো.মাসুম বিল্লাহ,সহকারি ম্যানেজার মো.সজিব হোসাইন হাসান,সিনিয়র কনসালটেন্ট ডা.মো.আজিজুর রহমান, এ্যানেল ফ্যাশন এর সিনিয়র মার্চেনডাইজার মো.সাদিক মিয়া,শাহিন স্কুল নাগরপুর শাখার সহকারি শিক্ষক অপূর্ব সাহা অনিক প্রমুখ।
এছাড়াও মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের সকল কর্মকর্তা,কর্মচারী সহ শুভাকাঙ্ক্ষীগণ,সংবাদকর্মীগণ উপস্হিতি ছিলেন।
#চলনবিলের আলো / আপন