বেলাল হোসাইন,খাগড়াছড়ি সংবাদদাতা:
খাগড়াছড়িতে আমের ওপর অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা ফলবাগান মালিক সমিতি।
বুধবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক জগৎ জীবন চাকমা।এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি দিবাকর চাকমা, মারমা ফলদ বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবুশ্যি চৌধুরী, অর্থ সম্পাদক মংচিং মারমা প্রমূখ।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় খাগড়াছড়িতে আমের গাড়ি থেকে পৌরসভা, জেলা পরিষদ, বাজারফান্ড আলাদা ভাবে সিডিউলের মূল্য তালিকার অতিরিক্ত টোল আদায় করছে। এতে করে এ জেলা থেকে এক গাড়ি আম অন্য জেলায় পাঠাতে অতিরিক্ত ১২-১৫ হাজার টাকা ব্যায় হয়। টোল আদায়ের হয়রানির ফলে বাহিরের ব্যাবসায়ীরা এখানে আসতে অনিহা প্রকাশ করে যার দরুণ ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার আম বাগান মালিকরা। সংবাদ সম্মেলন থেকে অতিরিক্ত টোল আদায় বন্ধে সরকারে হস্তক্ষেপ কামনা করেছেন ।
এদিকে খাগড়াছড়ি জেলার সর্বশেষ রামগড় পৌরসভার টোল আদায় কেন্দ্রে এবং জেলা পরিষদের টোল কেন্দ্র অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেও ব্যবসায়ীরা কোন ফল পাচ্ছেনা।যার ফলে বাইরের ব্যবসায়ীরা অতিরিক্ত টোলের কারণে পার্বত্য উপজেলা রামগড়ে পাইকারি হারে আম কিনতে পারছেনা বলে স্থানীয় কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না।