সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, শহীদ এম, মুনসুর আলীর সুযোগ্য সন্তান, বর্ষীয়ান নেতা প্রয়াত মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচীর মধ্য দিয়ে সিরাজগঞ্জ পালিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আব্দুস সামাদ তালুকদার।
তিনি বলেন, মোহাম্মদ নাসিম স্মরণে উনার প্রথম মৃত্যুবার্ষিকীতে আজ রোববার (১৩ জুন) সকালে সিরাজগঞ্জ জেলা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মোহাম্মদ নাসিমের প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ১০টায় কোরআন খানি ও বিকাল ৪টার শহীদ এম, মুনসুর আলী অডিটেরিয়ামে দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা ছাড়াও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। এ ছাড়াও উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ ,সলঙ্গা থানা আওয়ামী লীগ এবং তাড়াশ উপজেলা আওয়ামী লীগ পৃথক পৃথক ভাবে প্রয়াত নেতার ১ম মৃত্যু বার্ষিকী পালন করেন।
উল্লেখ্য, গত ১৩ জুন /২০ করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিরাজগঞ্জ তথা উত্তরবঙ্গের কৃতি সন্তান, বর্ষীয়ান নেতা ও সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
#চলনবিলের আলো / আপন