যশোরের অভয়নগর উপজেলার পৌর নওয়াপাড়া ৪ নং ওয়ার্ডের গরীব অসহায় অবহেলিত মানুষের একমাত্র মাথার মুকুট , বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল মালেক হাওলাদার তার নিজ তহফিল থেকে নগদ আর্থিক সহযোগীতা করলেন ,ব্রেন ক্যান্সারে আক্রান্ত হত দরিদ্র এক স্কুল শিক্ষককে ৷
গত ১৪ জুন(রোববার) দুপুরে আলহাজ্ব আব্দুল মালেক হাওলাদারের বাস-ভবন (বউ বাজারে ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (ব্রেনক্যান্সারে ) আক্রান্ত ইব্রাহিম মোল্যা (৫৫ ) তার কন্যা শাপলা খাতুনের হাতে চিকিৎসা বাবদ নগদ ৫০০০/=(পাঁচ হাজার) টাকা প্রদান করেন ৷
জানাগেছে, স্কুল শিক্ষক ইব্রাহিম মোল্যার বাড়ি উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের হরিশপুর গ্রামে ৷ তিনি দীর্ঘদিন যাবত ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন ৷ শিক্ষক কন্যা “শাপলা “অশ্রুচোখে কাদম্বিণী স্বরে বলেন, মালেক ভাই আজ যে, মহত্বের পরিচয় দিলেন তার দানকৃত পাঁচ হাজার টাকা আমার পিতার চিকিৎসার জন্য অনেক উপকার হবে যা ভাষায় প্রকাশ করা যাবেনা ৷ তিনি আরো বলেন, দোয়াকরি , দাতা মালেক ভাই যেন অভয়নগর বাসির প্রতিটি মানুষের অন্তরের মাঝে সব সময় থাকে ৷
এ সময় উপস্থিত ছিলেন , আঃ মান্নান , মোঃ শহীদুজ্জামান সেলিম , মোঃ আহাদ মোল্যা , রানা আহমেদসহ অন্যান্য ব্যক্তিবর্গ ৷
#চলনবিলের আলো / আপন