বরিশালের আগৈলঝাড়ায় অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তির সুযোগে পুলিশের এক সাবেক সদস্যর বাড়ির গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের সাবেক পুলিশ সদস্য মোফাজ্জেল হোসেন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় ও তার পরিবারের অন্যান্য লোকজন বাড়ি না থাকার সুযোগে প্রতিপক্ষ একই বাড়ির মৌজে আলী ঘরামীর ছেলে সহিদ ঘরামী তার লোকজন শনিবার বাড়ির সীমানায় একটি রেন্ট্রি গাছ কেটে ফেলেছে। গাছ কাটার সময়ে মোফাজ্জেল হোসেনের রান্না ঘরের উপর পরে তা সম্পূর্ন ভেঙ্গে যায়।
মোফাজ্জেল হোসেন জানান, বাড়ির সীমনা নির্ধারণের জন্য স্থানীয় গন্যমান্যদের উপস্থিতিতে একাধিকবার আমিন দিয়ে মেপে সমাধানের চেষ্টা করা হয়েছে। প্রতিপক্ষের লোকজন গায়ের জোর দেখিয়ে তারা কোন সিদ্ধান্ত মেনে নেয়নি।
এ ব্যাপারে অভিযুক্ত সহিদ ঘরামী বাড়ির সীমানার গাছ তার দাবি করে কেটে নিেেয়ছেন বলে জানান।
#চলনবিলের আলো / আপন