পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামের রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল অবস্থা, জনসাধারণের দুর্ভোগ চরম আকার ধারণ করছে।
রাস্তাটি সংস্কারের জন্য বিভিন্ন সময়ে সরকারি টাকা বরাদ্দ হলেও যথাযথভাবে কাজ না করায় এখন তা ব্যবহারের অনুপযোগীই রয়ে গেছে। সরেজমিনে দেখা যায়, রাস্তার বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে ও রাস্তা ভেঙ্গে পুকুরে পড়েছে, সাধারণ জনগণ অত্যন্ত ঝুঁকি নিয়ে উপজেলা ও হাঁট-বাজারে যাতায়াত করছেন।
বাঘলবাড়ি চৌরাস্তা থেকে নওগাঁ বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তাটির এই বেহাল দশা। প্রতি বছরে ফসল কাটার মৌসুমে এই রাস্তা দিয়ে চলনবিল থেকে বিভিন্ন পরিবহনের মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত ফসল ঘরে তোলেন। এছাড়া বিগত সময় থেকে এই গ্রামের কোথাও আগুন লাগলে রাস্তাটির বেহাল দশার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারে না। এতে অনেক পরিবারই ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় ইউ.পি চেয়ারম্যান কে.এম জাকির হোসেন বলেন, রাস্তাটি সংস্কারের জন্য কর্তৃপক্ষ দরপত্র আহ্বান করবেন। এতে দ্রুত সময়ের মধ্যে আমার এলাকাবাসীর সীমাহীন দুর্ভোগ থেকে লাঘব হবে।