সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বরিশালে নির্বাচনী সহিংসতায় মোটরসাইকেলে অগ্নিসংযোগ ; থানায় পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১২ জুন, ২০২১

ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সহিংসতায় দুইটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ, দুইটি মাইক ভাংচুরসহ উভয়পক্ষের ১০ কর্মীসমর্থক আহত হয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতে থানায় পালাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ঘটনার পর থেকে পুরো ইউনিয়নে থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দরা আগামী ২১ জুনের নির্বাচনকে সামনে রেখে ওই এলাকায় বড়ধরনের সংঘাতের আশঙ্কা করছেন। ঘটনাটি জেলার বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের।

শনিবার সকালে পাল্টাপাল্টি অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বী কার করে বাবুগঞ্জ থানার ওসি মোঃ মাহাবুবুর রহমান জানান, নির্বাচনী মাঠে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে ওই ইউনিয়নের শিলনদিয়া বাজারে নৌকা মার্কার প্রার্থী সরদার তারিকুল ইসলাম তারেক ও আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান হিমু খানের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামরুল আহসান হিমু খান জানান, তার কর্মী সমর্থকরা বৃহস্পতিবার রাতে গণসংযোগ শেষে শিলনদিয়া বাজার দিয়ে মোটরসাইকেলযোগে ফিরছিলেন। এসময় তারিকুল ইসলাম তারেক ও তার সমর্থকরা পূর্বপরিকল্পিতভাবে আনারস মার্কার কর্মীদের ওপর হামলা চালিয়ে দুইটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। হামলার তার পাঁচজন কর্মী আহত হয়।

চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম তারেক বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামরুল আহসান হিমু খানের সমর্থকরা তার নির্বাচনী প্রচারের দুই মাইক ভাঙচুর ও একটি মাইকের মেশিন ছিনিয়ে নিয়ে যায়। এনিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় তার পাঁচজন কর্মী আহত হয়েছে।
শনিবার সকালে সরেজমিনে জানা গেছে, বৃহস্পতিবার রাতে দুইগ্রুপের সমর্থকদের মধ্যে সংঘাতের ঘটনার পর শুক্রবার সকাল থেকে ওই এলাকায় বিভিন্ন আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল বৃদ্ধি করেছেন। শুক্রবার বিকেলে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে সংঘাত মোকাবেলায় কঠোর হুশিয়ারী দিয়েছেন। ওইদিন সন্ধ্যায় কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে স্বতন্ত্র প্রার্থী শোডাউন করেছেন।

বাবুগঞ্জ থানার ওসি মোঃ মাহাবুবুর রহমান বলেন, দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংর্ঘষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষ বাবুগঞ্জ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।